প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৭১বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে খুবই আনন্দঘন পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৪ ডিসেম্বর রোববার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকাটির সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম জড়িত। যে কারণে দেশের মানুষের কাছে ইত্তফাক পত্রিকার মর্যাদা রয়েছে। ওই সময়ে অন্য পত্রিকাগুলো তাদের আদর্শে সঠিকভাবে থাকতে না পারলে ইত্তেফাক পত্রিকা এখনো একই অবস্থান ধরে রেখেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ইত্তেফাকের অনন্য ভূমিকা ছিল। ইত্তেফাকের সফলতা কামনা করছি এবং একই সাথে ইত্তেফাকের শতবর্ষ পেরিয়ে যাবে সে প্রত্যাশা রইল।
প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন ও সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।