সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন না গোলাম হোসেন

মেহেদী হাসান ॥
চাঁদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন না গোলাম হোসেন

চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রার্থিতা ফিরে পেলেন না জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মোঃ গোলাম হোসেন। গোলাম হোসেনের প্রার্থিতা বাতিলই থাকলো। হাইকোর্টের আদেশের বিরুদ্ধেও প্রার্থিতা ফিরে পেতে তাঁর করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার এ আদেশ দেন। গোলাম হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

জানা যায়, গোলাম হোসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গরমিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন, যা ১৩ ডিসেম্বর নামঞ্জুর হয়।

ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গোলাম হোসেন। ২০ ডিসেম্বর হাইকোর্ট রিট খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন তিনি, যা ২১ ডিসেম্বর চেম্বার আদালতে উঠে। সেদিন শুনানি নিয়ে আদালত চারজন ভোটারকে ২৪ ডিসেম্বর আদালতে হাজির করতে ইসিকে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গতকাল রোববার শুনানি হয়।

আদালতে গোলাম হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান। ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়