রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

পুরাণবাজার ঘোষপাড়ায় নির্বাচনী প্রচারণায় ডাঃ দীপু মনি

আমি যেনো বলতে পারি শেখ হাসিনাকে ভালোবেসে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন

বিমল চৌধুরী ॥
আমি যেনো বলতে পারি শেখ হাসিনাকে ভালোবেসে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে পুরাণবাজার ঘোষপাড়ায় নির্বাচনী সভা করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নৌকার প্রার্থী ডাঃ দীপু মনি। হাজারো নেতা, কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা রাতে অনুষ্ঠিত সভায় ডাঃ দীপু মনি সভাস্থলে উপস্থিত হলে নারীগণ ডাঃ দীপু মনিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা উলুধ্বনি, শঙ্খ, কাশর বাজিয়ে, ফুলেল পাপড়ি ছড়িয়ে তাদের দীর্ঘ সময়ের পরীক্ষিত বান্ধব এই নারী নেত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে বরণ করে নেন। অনেকে তাঁকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার উষ্ণতা প্রকাশ করেন। দেখে মনে হয়েছে, এই যেন বাপের বাড়িতে বেড়াতে আসা মেয়েকে বরণ করছেন তারই মমতাময়ী মা। উপস্থিত মাতৃস্নেহের স্বাদ নিতে ডাঃ দীপু মনিও এই সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনিও তাদেরকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন খুবই বিনয়ের সাথে।

নির্বাচনী সভায় ডাঃ দীপু মনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে ভালোবাসেন সত্যি, কিন্তু এতোটা হৃদয় নিংড়ানো ভালোবাসা আমি আশা করিনি। আজ আপনারা আমাকে কন্যা স্নেহে যেভাবে আপন করে নিয়েছেন, তা আমি হৃদয় দিয়ে আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখব। আপনাদের এই ভালোবাসার মর্যাদা যাতে রাখতে পারি, আপনাদের উন্নয়নে যাতে কাজ করতে পারি সেজন্যে আগামী ৭ জানুয়ারি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি নৌকা প্রতীকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন বলে আমার বিশ্বাস রয়েছে। আমি আপনাদের কন্যা, আপনাদের বোন, আমি ছিলাম ডাঃ দীপু মনি, আপনারা আমাকে ভোট দিয়ে চাঁদপুরের দীপু মনি বানিয়েছেন, আপনাদের উন্নয়নে কাজ করার জন্যে সুযোগ দিয়েছেন, আমি আমার প্রদত্ত ওয়াদা রক্ষা করেছি, চাঁদপুরের উন্নয়নে ব্যাপক কাজ করেছি। আরো অনেক উন্নয়ন বাকি রয়েছে। চাঁদপুর একটি সম্ভবনাময় জেলা, এই জেলার ইতিহাস ঐতিহ্য রয়েছে। রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চাঁদপুরের উন্নয়নে যাতে কাজ করতে পারি সেজন্যে আপনারা আমাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিবেন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন বলেই আমি চাঁদপুরের দীপু মনি হতে পেরেছি। আমি চাঁদপুরকে ভালোবাসি, ভালোবাসি চাঁদপুরের মানুষকে। তাই আপনাদের কাছে আমার আবদারও অনেক বেশি। আপনারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন, আমি যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলতে পারি, চাঁদপুরের মানুষ আপনাকে ভালোবেসে নৌকা প্রতীকে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আরো বলেন, আজ শেখ হাসিনাকে সারাবিশ্ব একজন নেতা হিসেবে চিনেন বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্যে। শেখ হাসিনা দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তার মতো নেতা আমাদের প্রয়োজন রয়েছে। তিনি আছেন বলেই আজ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। তার এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, চাঁদপুরে আরো ব্যাপক উন্নয়নের লক্ষ্যে আপনারা আবারো নৌকা প্রতীকে আপনাদের রায় দিবেন এই প্রত্যাশা করছি আবারো আপনাদের কাছে।

পুরাণবাজার ঘোষপাড়া সার্বজনীন দুর্গামন্দির সংলগ্ন স্থানে বিশাল সামিয়ানার নিচে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তারই সঞ্চালনায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, দুর্গা মন্দির কমিটির জুয়েল কান্তি দত্ত নন্দু, ভাস্কর দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়