সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিজয়ের মাস ডিসেম্বর : মুক্তিযোদ্ধার সন্তানদের ভাবনা-২৩

আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে উন্নত দেশ হিসেবে গড়ি

---------মোঃ আলাউদ্দিন মোল্লা

মোহাম্মদ মহিউদ্দিন ॥
আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে উন্নত দেশ হিসেবে গড়ি

আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা আজ পৃথিবীতে বেঁচে নেই। তাঁরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এটাই আমার গর্ব। আমার বাবা ভারতে ট্রেনিং শেষে দেশে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে পাকবাহিনীর সাথে লড়েছেন সরাসরি যুদ্ধে। দৈনিক চাঁদপুর কণ্ঠের আয়োজনে ‘মুক্তিযোদ্ধার সন্তানদের ভাবনা’ শিরোনামে আজকের পর্বে সাক্ষাৎকার প্রদানকালে কচুয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা এসব কথা বলেন। নিচে তার সাক্ষাৎকারের পুরো অংশ তুলে ধরা হলো:-

চাঁদপুর কণ্ঠ : আপনার বাবা (যিনি একজন বীর মুক্তিযোদ্ধা)-এর নাম ও সংক্ষপ্তি পরচিয় কী? তিনি কোথায় যুদ্ধ করেছেন?

মোঃ আলাউদ্দিন মোল্লা : আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত ফজলুল হক, পিতা মৃত : আঃ মালেক, মাতা মরিয়মের নেছা, গ্রাম ও পোস্ট : তেতৈয়া, কচুয়া, চাঁদপুর। বেসামরিক গেজেট ১৫৬৭, লাল বার্তা নাম্বার ০২০৫০৪০১০০, সনদ নং ০১১৩০০০১২৫৫। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সাড়া দিয়ে আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমার বাবা সর্বপ্রথম বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বখশনগর যান, সেখান থেকে সোনাইমুড়ি। সোনাইমুড়ি থেকে নিয়ে যাওয়া হয় কাঁঠালিয়া। কাঁঠালিয়া থেকে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়া ট্রেনিং সেন্টারের ছরিলাম সেক্টরে। সেখানে দুটি সেক্টরে বিভক্ত ছিলো। আমার বাবা ছিলেন এক নম্বর সেক্টরে। সেখানে ক্যাপ্টেন ছিলেন শরমা চ্যাটার্জি, তার অধীনে ট্রেনিং করেছিলেন। সেখান থেকে বাংলাদেশ এসে কুমিল্লা থেকে যুদ্ধ করতে করতে হাজীগঞ্জের নাসিরকোটে যান, ঐখান থেকে যান জগৎপুর।

চাঁদপুর কণ্ঠ : মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার অনুভূতি কী?

মোঃ আলাউদ্দিন মোল্লা : আমি গর্ববোধ করি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে সাড়া দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তানের শাসক-শোষকদের বিতাড়িত করে বিশ্বের মাঝে দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত করিয়েছেন। তাঁরা স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে উন্নত দেশ হিসেবে গড়ি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

চাঁদপুর কণ্ঠ : মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে আপনার করণীয় কী কী হওয়া উচিত বলে মনে করেন?

মোঃ আলাউদ্দিন মোল্লা : মুক্তিযুদ্ধ হচ্ছে বাঙালি জাতির শোষণের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার যুদ্ধ। যে চেতনা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, যে চেতনা বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিল, আসুন আমরা সবাই সেই চেতনায় স্বাধীনতা রক্ষা করে আমাদের দেশকে বিশ্বের দরবারে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি। যাঁরা বুকের তাজা রক্ত দিয়ে জীবন বিসর্জন দিয়ে হাসি মুখে দেশের জন্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়