সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে অনেক রেলিংভাঙ্গা ও রেলিংবিহীন ব্রিজ

এমরান হোসেন লিটন ॥
ফরিদগঞ্জে অনেক রেলিংভাঙ্গা ও রেলিংবিহীন ব্রিজ

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের খাঁড়খাদিয়ার চান্দ্রা ঔষধবাড়ি রাস্তার ব্রিজ, ইসলামপুরে তাফাজ্জলের দোকান হতে চান্দ্রা বাজার অভিমুখী রাস্তার ভরাডোল খালের ওপর ব্রিজ, ইসলামপুর শিকদার বাড়ি হতে কাজীবাড়ি অভিমুখী রাস্তার জমদ্দার বাড়ির পাশের খালের ওপর ব্রিজ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাটাখালি ব্রিজ, কামতা বাজার ব্রিজ ছাড়াও ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আরো অনেক ব্রিজের রেলিং সম্পূর্ণরূপে ভেঙ্গে আছে। এই ব্রিজগুলোর ওপর দিয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জানা যায়, সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের সময়ে ২০/২৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এই ব্রিজগুলো নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্রিজগুলো কোনোরকম মেরামত না করার কারণে দুপাশের রেলিং ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ব্রিজের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়।

বালিথুবা ইউনিয়নের চান্দ্রা ঔষধ বাড়ি সংলগ্ন ব্রিজের খবর পেয়ে সেখানে গেলে দেখা যায়, ব্রিজের দুই পাশের রেলিং পুরোপুরি ভেঙ্গে গেছে। যানবাহন এবং পথচারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ সময় স্থানীয় ক'জনের সাথে কথা হলে তারা বলেন, আরো অনেক আগেই ব্রিজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন বলেন, ব্রিজের রেলিংগুলোতে ভালো ভালো রড ছিল। কিন্তু রাতের আঁধারে এলাকার গাঁজাখোর, ইয়াবাখোর ও জুয়াড়িরা রডগুলো নিয়ে গেছে। বাকি রডগুলোও যে কোনো সময় নিয়ে যেতে পারে বলে তারা জানান।

উত্তর কৃষ্ণপুর ভরাডোল খালের ওপর নির্মিত ব্রিজ সম্পর্কে এলাকার অনেকে বলেন, এখনও রেলিংয়ের অনেক রড বের হয়ে আছে। যে কোনো সময় দুষ্কৃতকারীরা রডগুলো নিয়ে যেতে পারে।

এছাড়া ইসলামপুর জমাদ্দার বাড়ির নিকট ব্রিজের কাছে গেলে জানা যায়, আরো আগেই গাঁজাখোর, ইয়াবাখোর এবং জুয়াড়িরা রাতের আঁধারে ব্রিজের দুপাশের ভাঙ্গা রেলিং ভেঙ্গে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে রডগুলো খুলে নিয়ে যায়। বাকি রেলিংটুকুও যে কোনো সময় নিয়ে যেতে পারে বলে ওই এলাকার অনেকে জানান।

অন্যদিকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাটাখালি ব্রিজের কথা কম-বেশি সবাই অবগত আছেন। ব্রিজটি সম্পূর্ণ রূপেই নড়বড়ে অবস্থায় আছে। দুপাশের রেলিং একেবারেই ভেঙ্গে গেছে। রেলিংয়ের রডগুলো এলাকার গাঁজাখোর, ইয়াবাখোর ও দুষ্কৃতকারীরা নিয়ে গেছে বলে অনেকে জানান। রেলিংয়ের বাকি রডগুলোও যে কোনো সময় নিয়ে যেতে পারে বলে অনেকে বলেন। ব্রিজটি অনেক লম্বা হওয়ায় এবং চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার যানবাহন, জনসাধারণ ও বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এছাড়া কামতা বাজার হতে শোল্লা অভিমুখী রাস্তার ব্রিজের দুপাশের রেলিং ভেঙ্গে দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলায় আরো অনেক জায়গায় এ ধরনের রেলিংবিহীন ও রেলিংভাঙ্গা ব্রিজ অনেক আছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোছরের অভাবে ব্রিজগুলো সংস্কার হচ্ছে না। যার কারণে এলাকার দুষ্কৃতকারীরা নিয়ে যাচ্ছে দামী দামী রড। চরম ঝুঁকিতে পড়েছে বিভিন্ন রকম যানবাহন, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ও এলাকার জনসাধারণ।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, এই মুহূর্তে ব্রিজগুলো সংস্কার করা সম্ভব নয়। তবে তিনি আশ্বস্ত করে বলেন, যেহেতু বিষয়টি তিনি অবগত হয়েছেন, তিনি ইউনিয়নওয়ারী ব্রিজগুলোর তালিকা করে সংস্কার করার ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়