প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নূরজাহান আব্দুর রব মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৩-এর ফলাফল ঘোষণা
হাজীগঞ্জ উপজেলার নূরজাহান আব্দুর রব মিয়া ফাউন্ডেশনের মেধা যাছাই বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডঃ মোঃ ইমাম হোসাইন টিটু গত ২১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করেন। হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ট্যালেন্টপুলে ১ম স্থান সিয়াম হোসেন, রোল-৯৩, চাইল্ড কেয়ার মডেল স্কুল; ২য় স্থান সুমাইয়া আক্তার, রোল-৩২, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়; ৩য় স্থান আবু জাফর, রোল-৬৩, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়; ৪র্থ স্থান যৌথভাবে আরাধ্যা পোদ্দার, রোল-৯৬, চাইল্ড কেয়ার মডেল স্কুল, রাবেয়া নূসরাত, রোল-৯৭, চাইল্ড কেয়ার মডেল স্কুল, নাদিয়া ইসলাম, রোল-৩১, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরাফাত হোসেন, রোল-৬৭, ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়; ৫ম স্থান যৌথভাবে উম্মে নুশিয়া নূর হেমা, রোল-৮৫, রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আয়েশা আক্তার, রোল-৭৬, ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাধারণ গ্রেডে তাসনিম, রোল-৫৯, সাকছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; হাবিবা আক্তার, রোল-৬০, সাকছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; ফাতেমা আক্তার তাসমিম, রোল-১৩৩, রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়; জান্নাতুল ফেরদৌস, আল-আমিন শিশু একডেমী; সিয়াম সর্দার, আল-আমিন শিশু একডেমী; হাবিবা আক্তার, রোল-১৭৭, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়; তাজিম, রোল-৬৭, ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়; মাইশা আক্তার, রোল-৪, সাখাওয়াত হোসেন, রোল-৭, আতিকুর রহমান, রোল-১০, সুমাইয়া আক্তার, রোল-১৫, তাজরিন হাফিজা, রোল-১৬, লোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; সায়মা জাহান, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সায়মা আক্তার, আল-আমিন শিশু একাডেমী।