সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মতলব উত্তরে পোস্টার টাঙ্গানোয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর-ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
মতলব উত্তরে পোস্টার টাঙ্গানোয় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর-ছুরিকাঘাত

চাঁদপুর-২ আসনের নির্বাচনি প্রচার-প্রচারণার অংশ হিসেবে মতলব উত্তরে পোস্টার টাঙ্গানোর সময় স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈগল প্রতীকের পোস্টার টাঙ্গানোর সময় উপজেলার পাঁচানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতানী গ্রামের আজিজুল হকসহ আরও কয়েকজন পাঁচানী সবুরের দোকানের সামনে পোস্টার টাঙ্গাতে যান। এ সময় নৌকার প্রার্থী মায়া চৌধুরীর অনুসারী কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার নেতৃত্বে দুটি মাইক্রোবাসযোগে একদল লোক এসে তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে আজিজুল হককে পেটে ছুরিকাঘাত করেন চেয়ারম্যান সোবহান সরকার সুভা। এ সময় আজিজুলের সঙ্গে থাকা অন্যদেরও মারধর করে তারা।

আহত আজিজুল হক বলেন, আমরা পোস্টার লাগানোর কাজে ব্যস্ত। হঠাৎ করে সুভা চেয়ারম্যান লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। আমার সঙ্গে থাকা ৪/৫ জনকে ব্যাপক মারধর করে তারা। একপর্যায়ে আমাকে ছুরি দিয়ে পেটে ঘাই (ছুরিকাঘাত) করে।

ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক বলেন, ওই এলাকায় পোস্টার লাগাতে বাধা দেয়া এবং মারামারির ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে। নৌকার সমর্থক সুভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তিনি একাধিক মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও এলাকায় এ ধরনের কর্মকাণ্ড করার কারণে এলাকাবাসী আতঙ্কিত।

বিষয়টি নিয়ে কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলেন, নৌকা মার্কার পক্ষে কাজ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। মামলা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেবে বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়