প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদের ছোট বোন
চিরনিদ্রায় শায়িত প্রফেসর নাজমুন আরা মিনু
সাবেক সচিব, সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সহধর্মিণী ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদের ছোট বোন প্রফেসর নাজমুন আরা মিনু আর বেঁচে নেই। তিনি বুধবার দিবাগত রাত ১টার সময় রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা থেকে মরহুমার মরদেহ চাঁদপুর আনা হলে বাদ আসর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে গোর-এ-গরিবা কমপ্লেক্স প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমার রুহের মাগফেরাত কামনা ও সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন ছোট ভাই মহিউদ্দিন আহমেদ মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মুজিবুর রহমান, নতুন বাজারের জয়নাল আবেদীন জনু, ড্রেসকোর আনোয়ার হোসেন বাবুলসহ মরহুমার আত্মীয় স্বজন ও অন্যান্য মুসল্লি। পরে চাঁদপুর পৌর কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, প্রফেসর নাজমুন আরা মিনু শিক্ষার প্রসারে নিজেকে আজীবন উৎসর্গ করে গেছেন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, ইডেন কলেজ ও জগন্নাথ কলেজে অধ্যাপনা করেন। এরপর শিক্ষা ভবনে মাউশির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিন বছর। ঢাকা তিতুমির কলেজ থেকে অধ্যাপনা শেষ করে অবসরে যান। মরহুমার পারিবারিক সূত্রে এসব তথ্য জানা যায়।
বরেণ্য শিক্ষাবিদ নাজমুন আরা মিনুর মৃত্যুতে চাঁদপুর শহর এলাকার বিভিন্ন মহল শোকাহত। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।