সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আধুনিক চক্ষু চিকিৎসা পাচ্ছে শত শত রোগী

কামরুজ্জামান টুটুল ॥
আধুনিক চক্ষু চিকিৎসা পাচ্ছে শত শত রোগী

সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কম্পিউটার পদ্ধতিতে পুরোপুরি নতুনভাবে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম চালু করেছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনলাইন পদ্ধতিতে কুমিল্লা মেডিকেল কলেজের একদল চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মাসে প্রায় ৫শ’ রোগী তাদের চোখের চিকিৎসা করাতে পারছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। জেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চিকিৎসাসেবা চালু করা হয়েছে।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা চক্ষু রোগীদের জন্যে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা এক নূতন চমক। ৫ টাকার টিকিট কেটে রোগীরা সিরিয়ালে দাঁড়ালেই এই সেবা মিলে। সেবা নিতে আসা রোগীরা তাদের সমস্যা বলার পর তার নোট নেন ২ জন চক্ষু চিকিৎসক। তারা বিষয়টি নোট নিয়ে অনলাইনে যুক্ত হন এবং রোগীকে যুক্ত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। সেই বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইনে নিজে বা হাজীগঞ্জের সেই চক্ষু চিকিৎসকের মাধ্যমে রোগীর সকল কিছু চেকআপ করে রোগীকে যাবতীয় পরিমর্শ দেন। তারপরেই অনলাইনে ব্যবস্থাপত্র দিলে হাজীগঞ্জের সেই চক্ষু চিকিৎসক তা রোগীকে প্রিন্ট করে দিয়ে সব কিছু বুঝিয়ে দেন।

গত মাসে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আড়াইশ’ রোগী চোখের চিকিৎসাসেবা পেয়েছে। চলতি মাসে এই সংখ্যা ৫ শতাধিক ছাড়িয়ে যাবে।

সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষু ওয়ার্ডের সামনে গেলে ক’জন রোগী জানান, আমরা এখানে এসে ডাক্তারদের চিকিৎসাসেবা ও ব্যবহারে পুরোপুরি সন্তুষ্ট। এছাড়া যা যা ঔষধ লাগবে তা এখান থেকে আমাদেরকে আজকে দিয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা জানান, আমরা চোখের জটিল রোগী পেলে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে রেফার করি। মাত্র ৫ টাকার টিকিটে রোগীরা সর্বোচ্চ চক্ষু চিকিৎসাসেবা পেতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়