প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নৌকায় ভোট দেয়ায় এতোসব উন্নয়ন সম্ভব হয়েছে
---------শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে হাইমচরে মহিলা সমাবেশ করেছেন।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের সামনে মহিলা সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েও তাঁর সব কথা রেখেছেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুর হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
শুধুমাত্র নৌকায় ভোট দেয়ায় এতো সব উন্নয়ন সম্ভব হয়েছে। আগামী ৭ জানুয়ারি উৎসব করে সকলে ভোট কেন্দ্রে যাবেন। এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই মহিলা সমাবেশে হাজারো মহিলা অংশগ্রহণ করেন।