প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে ২০ ডিসেম্বর বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় আয়োজিত মহান বিজয় দিবস ও সংগঠনের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। তিনি সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকাল অনেক অভিভাবকই সন্তানদেরকে উচ্চতর ডিগ্রিসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্যে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ভালো মানুষ বানাবার চিন্তা করছেন না। মনে রাখতে হবে, চেষ্টা করলেই ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানো যাবে কিন্তু ভালো মানুষ বানানো যাবে না। এজন্যে প্রয়োজন সুন্দর মন মানসিকতার। আমরা কে কোন্ পদের অধিকারী বা কে কত বড় পদে চাকরি করি, তা আমাদের পরিচয় হতে পারে না। আমাদের বড় পরিচয় হলো আমরা কতটুকু ভালো মানুষ হতে পেরেছি।
সংগঠনের সভাপতি অজিত দত্তের সভাপ্রধানে শিক্ষার্থীদের মাঝে যুদ্ধকালীন সময়ের স্মৃতি কথা তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী প্রমুখ। সংগঠনের কার্যকরী সদস্য মোঃ নূরে আলমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠক মাহফুজুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবরার ইসলাম আরিয়ান, প্রতিষ্ঠাতা সদস্য শৈবাল মজুমদারসহ সুধীজন। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেনের মায়ের মৃত্যুসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি সংগঠনের ১৫ বছর পূর্তির কেক কাটেন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।