সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরে দুটি আসনে একই প্রার্থী ও একই স্থানে দুই প্রার্থীর বাড়ি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরে দুটি আসনে একই প্রার্থী ও একই স্থানে দুই প্রার্থীর বাড়ি

চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে চাঁদপুর-৩। এটি চাঁদপুর সদর ও হাইমচর নিয়ে গঠিত। এ আসনে গত ১৫ বছর টানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি নির্বাচিত হয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় দলের ও অঙ্গ-সংগঠনের প্রতিটি কমিটি নিজের নিয়ন্ত্রণে ও ঐক্যবদ্ধ থাকায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন ডাঃ দীপু মনি। তারপরও এবার তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিজ দলের সাবেক জেলা সভাপতি ড. মোঃ শামছুল হক ভূঁইয়া। জনাব ভূঁইয়া দশম সংসদে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য ছিলেন। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চাঁদপুর-৩ এবং চাঁদপুর-৪ আসনে অর্থাৎ দুটি অসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁদপুর-৪ আসনে তাঁকে নিজ দলের একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য ও নৌকার প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লড়তে হচ্ছে।

অপরদিকে চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই এলাকার আরেকজন প্রার্থী বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। তার দলীয় প্রতীক মোমবাতি। ডাঃ দীপু মনি ও আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের বাড়ি সদরের রামপুর ইউনিয়নে। উভয়ের গ্রামের বাড়ি একই এলাকার কাছাকাছি রাঢ়িরচর গ্রামের পাটোয়ারী বাড়ি ও পীর বাড়ি গ্রামে। উভয় পরিবারই এলাকায় সম্ভ্রান্ত হিসেবে সমাদৃত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়