প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ঢাকা ডেন্টাল কলেজ এলামনাই ॥ ৪২ সদস্যের কমিটি
ঢাকা ডেন্টাল কলেজ একাডেমিক কাউন্সিলের গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় ‘ঢাকা ডেন্টাল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ডেন্টাল কলেজ থেকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী এলামনাই, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত তাদের সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা প্রতিষ্ঠানসমূহের মধ্যে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর ডিন ও বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষবৃন্দ, ডেন্টাল ইউনিটের প্রধানবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও হাসপাতালসমূহের পরিচালকবৃন্দ এবং ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের প্রধানদের অন্তর্ভুক্ত করা হয়।
এই কমিটি পরবর্তীতে সভার মাধ্যমে অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র, কার্যপ্রণালী বিধি প্রণয়ন, রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় রূপরেখা নির্ধারণ করবে। একাডেমিক কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ হুমায়ুন কবীরকে আহ্বায়ক এবং ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ডাঃ মোঃ মোরশেদ আলম তালুকদারকে সদস্য সচিব করে ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।