প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিজয়ের মাস ডিসেম্বর : মুক্তিযোদ্ধার সন্তানদের ভাবনা-১৯
মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই
--------সেলিনা বেগম
মুক্তিযোদ্ধারা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সোনার বাংলা বিনির্মাণে সেদিন যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আজও আমাদের হৃদয়ের মাঝে বেঁচে আছে। আমি আমার বাবার সেই আদর্শকে আকড়ে ধরে দেশের জন্যে কাজ করে যেতে চাই। আমার বাবা ভারতে ট্রেনিং শেষে দেশে এসে সরাসরি যুদ্ধে অংশ নেন। দৈনিক চাঁদপুর কণ্ঠের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ভাবনা’ শিরোনামে আজকের পর্বে সাক্ষাৎকারকালে এসব কথা বলেন কচুয়া উপজেলার মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টারের মেয়ে সেলিমা বেগম। তার পুরো সাক্ষাৎকার নিচে তুলে ধরা হলো:-
চাঁদপুর কণ্ঠ : আপনার বাবা (যিনি একজন বীর মুক্তিযোদ্ধা)-এর নাম ও সংক্ষপ্তি পরিচয় কী? তিনি কোথায় যুদ্ধ করেছেন?
সেলিনা বেগম : আমারা বাবা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ক্যাপ্টেন আনোয়ার হোসেনের অধীনে ময়মনসিংহের দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ, রংপুর, সিলেট, গোয়াইনঘাটসহ অরো অনেক জায়গায় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।
চাঁদপুর কণ্ঠ : মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার অনুভূতি কী?
সেলিনা বেগম : একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করি। আমার বাবা সেদিন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বলেই আজ আমরা স্বাধীন। তাঁদের রক্তের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন পতাকা, পেয়েছি একটি সোনার বাংলাদেশ। তাঁদের ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। যতোদিন বেঁচে থাকবো, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে।
চাঁদপুর কণ্ঠ : মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে আপনার করণীয় কী?
সেলিনা বেগম : আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সমাজের বিভিন্ন স্তরের জনগণ ও আমার সন্তানদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে বাঁচতে বলবো। তাঁদের প্রতি সবসময় শ্রদ্ধা ও ভালোবাসা রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন যে স্বপ্নকে লালন করে আমার পিতা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।
সেলিনা বেগম (মা শাহানারা বেগম) একজন গৃহিণী। গ্রাম তালতলী। বর্তমানে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।