সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

প্রতীক নিয়ে প্রচারণাকালে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলে অভিমান থাকবে কেন?

কামরুজ্জামান টুটুল ॥
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলে অভিমান থাকবে কেন?

রাজনৈতিক দলের সদস্য হতে হলে মান-অভিমান ভুলে থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে যে দল ধারণ করে আমরা সে দলের (আওয়ামী লীগ) সদস্য। এখানে মান-অভিমান কেন? ১৮ ডিসেম্বর সোমবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাদ আছর নামাজ আদায় শেষে হযরত আহমাদ আলী পাটওয়ারী (র.)সহ মসজিদ কমপ্লেক্সে শায়িত কবর ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রবের কবর জিয়ারত শেষে গণসংযোগকালে এসব কথা বলেন চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। একই দিনে তিনি হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মাজার জেয়ারত করেন এবং মসজিদে এশার নামাজ আদায় করেন।

এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের উদ্যোগে ও সভাপ্রধানে মকিমাবাদ পৌর মেয়রের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা এসেছি সেবা করতে, তাই সেবা করে যাচ্ছি। যাদের অন্য উদ্দেশ্য থাকে তাদের রাজনীতি করার দরকার নেই। আমি কাজের লোক কাজ করি। যদি আপনাদের সাথে আড্ডা ও গল্প করি তাহলে কাজ করবো কীভাবে? যদি গল্প করতাম, তাহলে আমার নির্বাচনী এলাকায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) ডাকাতিয়া নদীতে ১০টা সেতু ও শত শত ব্রিজ-কালভার্ট, শত-শত কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ, শতভাগ বিদ্যুতায়ন করতে পারতাম না। তাই মান-অভিমানের সাথে আমাকে জড়াবেন না।

নৌকা প্রতীকের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল বা প্রার্থী নেই উল্লেখ করে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আপনারা দেখেছেন আজকে দেশের প্রতিষ্ঠিত অনেকে দল ও জনপ্রিয় ব্যক্তিরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। কারণ নৌকা একটি জনপ্রিয় প্রতীক। ১৯৪৮ সাল থেকে দেশ ও জাতি এবং মানুষের কল্যাণে কাজ করে আসছে আওয়ামী লীগ। সে দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই আমরা উন্নয়নের শিখরে উঠতে শিখেছি। তাই নৌকার বিকল্প নেই।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সদস্য খালেদুর রব মিঠু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, ইকবালুজ্জামান ফারুক, অধ্যাপক স্বপন কুমার পাল, সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাইনু, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি বেগম প্রমুখ।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সে কবর জিয়ারতে দোয়া ও মোনাজাত করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মোঃ আব্দুর রউফ। সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রবের কবর জিয়ারতে দোয়া ও মোনাজাত করেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ সেলিম।

পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর সঞ্চালনায় সভায় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, প্যানেল মেয়র-২ মোঃ আজাদ হোসেন, প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, সুমন তপাদার, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, সাদেকুজ্জামান মুন্সী ও মোঃ শাহআলম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম ও নাজমুন নাহার ঝুমু উপস্থিত ছিলেন।

এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে পৌর আওয়ামী লীগ নেতা কাজী মোঃ বিল্লাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ পৌরসভার সকল ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়