সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সর্বাত্মক হরতাল পালনে জেলা বিএনপি সেক্রেটারীর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥
সর্বাত্মক হরতাল পালনে জেলা বিএনপি সেক্রেটারীর আহ্বান

চাঁদপুর জেলার সর্বত্র আজকের সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্যে দলীয় নেতা-কর্মীসহ চাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির এক দফা এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে কেন্দ্রঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

তিনি বলেন, জনগণের বিরুদ্ধে এটি তামাশার নির্বাচন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। ফলাফল কী হবে, আওয়ামী লীগ ও তার ঘরানার পাতানো নির্বাচন জনগণ বুঝে গেছে।

দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এই হরতাল সফল করুন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির একদফা এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিলো বিএনপি। তবে কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে এই কর্মসূচি পরিবর্তন করে দলটি। পূর্বঘোষিত সোমবারের হরতাল একদিন পিছিয়ে আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার ডাকা হয়।

গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

সারাদেশের ন্যায় চাঁদপুরেও শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালন করতে চায় স্থানীয় বিএনপি। তারা জনগণকে সাথে নিয়ে আজকের হরতাল সফল করবেন বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়