সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-৩ আসনে ট্রাক প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খান বোরহান

অনলাইন ডেস্ক
চাঁদপুর-৩ আসনে ট্রাক প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী রেদওয়ান খান বোরহান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ট্রাক প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ রেদওয়ান খান বোরহান। গতকাল ১৮ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান তার হাতে ট্রাক প্রতীক তুলে দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ট্রাক প্রতীক নিয়ে বেরিয়ে যাওয়ার পর তাকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট থেকে কালীবাড়ি পর্যন্ত শোভাযাত্রা বের হয়। এরপর তিনি চাঁদপুর টাউন হল মার্কেটে তার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন নিয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনয়ন প্রত্যাশী থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। এজন্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্যে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। আমি বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ গোপন ব্যালটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। যে জনপ্রতিনিধি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকায় মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়