প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
জেলা বিএনপির বিজয় দিবসের র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে চাঁদপুর শহরে বিজয় র্যালি ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়। দীর্ঘদিন পরে জাতীয় দিবসের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে। র্যালিতে যোগ দেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন রাজপথ। এরপর ‘অঙ্গীকারে’ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
র্যালিতে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, কারানির্যাতিত নেতা পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ আহমেদ পলাশ, বিএনপি নেতা মজিবুর রহমান লিটন, আলী আহমদ সরকার, আনোয়ার হোসেন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর হাসান আলী হাই স্কুল মাঠ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সেখানে আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ প- হওয়ার দেড় মাস পর চাঁদপুরে এটিই বিএনপির প্রথম জমায়েত। এর আগে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। র্যালিটিকে ঘিরে হাসান আলী হাই স্কুল মাঠে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।