সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মহান বিজয় দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুল হাসান

ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য।’

১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মুজিব মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তাঁর হাত ধরেই এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি চেয়েছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাঁর স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। তিনি আলোচনা সভার প্রতিপাদ্য বিষয়ের আলোকে বলেন, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম এদেশ স্বাধীন হওয়ার পরই বঙ্গবন্ধু শুরু করেছিলেন। পরে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে এ কার্যক্রমকে বেগবান করতে কাজ শুরু করেন। তখন অনেকেই ঠাট্টা করেছিলেন। আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তব। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন আমাদের স্বপ্ন হলো স্মার্ট বাংলাদেশ গড়ার। আর এটি করতে হলে দেশের জনগণকে স্মার্ট হতে হবে। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য দেশের জনগণকে অনুধাবন করার প্রতি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সনাক চাঁদপুরের সভাপতি বিশিষ্ট ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।

সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়