প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি মোঃ আবুল কালাম ভূঞা সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন সেলিম
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১২ ডিসেম্বর বিপণীবাগস্থ চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন লাভ করে। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আবুল কালাম ভূঞা, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, মোঃ জসিম উদ্দিন শেখ, মোঃ মুনির চৌধুরী, মোঃ মিজানুর রহমান, মোঃ সফিকুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী ও মোঃ আবু জাফর গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাহের হোসেন, অর্থ সম্পাদক মোঃ আবুল খায়ের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ এমরান হোসেন, প্রচার সম্পাদক শরীফ চৌধুরী, মহিলা সম্পাদক কাজী সুরাইয়া, সমাজকল্যাণ সম্পাদক আসমা ইকরাম, দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সায়েম, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন, ম্যাগাজিন ও প্রকাশনা সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য যথাক্রমে হাফেজ আহমেদ, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, মহসিন পাঠান, এনায়েত উল্লাহ ঢালী, রফিকুর রহমান, ডাঃ সাইফুল ইসলাম সোহেল, মোঃ নূর নবী জমাদার ও মোঃ হারুন রশিদ মোল্লা।
নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন হাফেজ আহম্মদসহ অন্য সদস্যবৃন্দ। পরে বিদায়ী সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।