প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মহিলা রাজনীতির আড়ালে চলছে ব্ল্যাক মেইলিং ॥ আটক ৩
চাঁদপুরে একটি রাজনৈতিক দলের মহিলা রাজনীতির আড়ালে গড়ে উঠেছে বিশাল নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে তোলা চক্রের মাধ্যমে প্রতিনিয়ত চলছে নানা শ্রেণীর পুরুষদের ব্ল্যাকমেইল করা। সেই চক্রের ৩ সদস্যকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের প্রতিবন্ধী এক যুবককে আটকে রেখে উলঙ্গ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ২৬ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে এসআই শাহজাহানসহ সঙ্গীয় ফোর্স প্রতারক চক্রের সাথে জড়িত তিন নারী সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। আটক এই প্রতারক চক্রের ৩ সদস্য চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় গ্যাসের চুলার মিস্ত্রী প্রতিবন্ধী রিয়াদকে একটি ফ্ল্যাটে ডেকে নেয়। সেখানে পরিকল্পিতভাবে এই তিন নারী তাকে উলঙ্গ করে ছবি তুলে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে হাতে-পায়ে ধরে অনেক অনুনয় বিনয়ের পর রিয়াদের সাথে থাকা টাকাসহ বিকাশের মাধ্যমে ২৬ হাজার টাকা দিলে সেখান থেকে তাকে ছেড়ে দেয়। তারপরও তারা আরও বিশ হাজার টাকা নেয়ার জন্য তাকে ফোন করে চাপ দেয়। এক পর্যায়ে সেই অসহায় প্রতিবন্ধী গ্যাস মিস্ত্রী রিয়াদ হোসেন ঢালী নিরূপায় হয়ে স্বজনদের জানান এবং সকলের সহযোগিতায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মডেল থানার এসআই শাহজাহান কৌশলে অভিযান চালিয়ে সেই নারী চক্রের সদস্য বাকিলার সন্না গ্রামের সহিদ মিজির মেয়ে সাথী আক্তার, ব্যাংক কলোনির রুবি ও বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি এলাকার খোকন মিজির স্ত্রী সুমি বেগমকে আটক করে। এর পূর্বেও এই প্রতারক চক্রের সদস্যরা ব্ল্যাকমেইলিং করে এবং চাঁদপুরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে উঠতি বয়সের যুবতীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করেছে। এই প্রতারক সিন্ডিকেট সমাজের নানা শ্রেণীর স্বাবলম্বী মানুষদের ব্লাকমেইলিং করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
জানা যায়, আটকৃত নারী সদস্যরা ইতিপূর্বেও প্রতারণার মামলায় জেল খেটেছে।
প্রতারণায় জড়িত নারী সদস্য রুবি জানায়, প্রতারক চক্রের হোতা সাথী বেগম ও নানুপুরের খোকন মিজির স্ত্রী সুমি বেগম অনেক যুবককে বাসায় খবর দিয়ে নিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। এর সাথে আরো বেশ ক’জন রয়েছে, তবে তিনি এর সাথে জড়িত নন বলে জানান।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমের সাথে কথা হলে তিনি বলেন, এ প্রতারক চক্রের অন্যান্য সদস্য আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।