সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

জাতীয় মহান বিজয় দিবসে রেদওয়ান খান বোরহানের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥
জাতীয় মহান বিজয় দিবসে রেদওয়ান খান বোরহানের শুভেচ্ছা

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের ৫২ বছর পূর্তি আজ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দিনে অর্জিত হয়েছিলো বাঙালির কাঙ্ক্ষিত বিজয়। এ মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এক শুভেচ্ছা বার্তায় রেদওয়ান খান বোরহান বলেন, বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। আজ আমরা সেই বিজয়ের ৫২ বছর পূর্তি উদযাপন করছি। তিনি আরো বলেন, বিজয়টা আমরা আজকে যতটা আনন্দের সাথে পালন করছি, আজ থেকে ৫২ বছর আগে কিন্তু এতোটা আনন্দের ছিল না। ৩০ আখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। সেদিন ছিল অন্যরকম এক পরিস্থিতি।

পরিশেষে সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও সম্ভ্রমহারা মা-বোনদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা এখনো জীবিত আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন। বাংলাদেশ চিরজীবী হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়