সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

পরিবর্তনের জন্যেই বিএনএম’র প্রতিষ্ঠা

-------বিএনএম মহাসচিব ড. মোঃ শাহজাহান

প্রবীর চক্রবর্তী ॥
পরিবর্তনের জন্যেই বিএনএম’র প্রতিষ্ঠা

আন্তর্জাতিক খাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব, বিশ্ব শান্তির দূত হিসেবে ভূষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও মুখপাত্র এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ১৫ ডিসেম্বর শুক্রবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে ক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ড. মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে বলেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, মৌলিক গণতন্ত্র আনয়নে এবং পরবির্তনের জন্যেই বিএনএম প্রতিষ্ঠা। ২০১৮ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার পর নানা কর্মকাণ্ডের মাধ্যমে আমরা পুরো দেশে ছড়িয়ে পড়েছি। দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা প্রতিটি আসন থেকে একাধিক প্রার্থী পেলেও আমরা কোয়ালিটি প্রার্থীর প্রতি গুরুত্ব দিয়েছি। সেই জন্যে আমরা বেছে বেছে সারাদেশে প্রার্থী দিয়েছি। এছাড়া আমাদের আরো কিছু প্রার্থী রয়েছে, যারা আড়ালে থেকে নির্বাচন করছে। সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আমাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া বিএনএম সারাদেশে ৮০ আসনে জয়ী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।

তিনি আরো বলেন, ফরিদগঞ্জবাসীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। রাজনৈতিক কারণে, মানবাধিকার নিয়ে নানাভাবে পুরো উপজেলার মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। এবার যেহেতু আমি দলের মহাসচিব ও মুখপাত্রের দায়িত্ব পালন করছি, তাই নির্বাচনে আমার এলাকার মানুষ আমার হয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ জহিরুল হক টিপু, অ্যাডঃ সাইফুল ইসলাম, প্রকৌশলী মির্জা সালাউদ্দিন, ডাঃ রাফি মোস্তাকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি তিনদিনের সফরে এসে ফরিদগঞ্জে প্রথম দিন গণসংযোগ এবং নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়