প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিজয় দিবসে স্মার্ট ক্রীড়া র্যালি উদ্বোধনকালে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান
স্মার্টভাবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে
মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ক্রীড়া র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে মালেক ক্রীড়া ভবনের সামনে গিয়ে শেষ হয়।
১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে স্টেডিয়াম প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। উদ্বোধনকালে তিনি বলেন, স্মার্টভাবেই বাংলাদেশ ক্রীড়াঙ্গন এগিয়ে চলছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই এই দেশের ক্রীড়াঙ্গন স্মার্টভাবেই চলবে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সরকার যেভাবে কাজ করছে, আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবু নাসের বাচ্চু পাটোয়ারী, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ সেলিম আকবর, মনোয়ার হোসেন চৌধুরী, শাহির হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ হেলাল হোসাইন, তপন চন্দ, ফেরদৌস মোশেদ জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ফুটবল কোচ ইউসুফ বকাউল, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদলসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-সদস্যসহ সাবেক খেলোয়াড়গণ।