সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

আজ মহান বিজয় দিবস

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
আজ মহান বিজয় দিবস

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের দিনটি বাঙালির স্বাধীনতা অর্জনের দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে এ দিনে অর্জিত হয়েছিলো বাঙালির কাঙ্ক্ষিত বিজয়। বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সূচনা হয়েছিলো বাঙালির স্বাধিকার আন্দোলন। এ আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে ১৯৭১ সালে সংঘটিত হয় ৯ মাসের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালি চূড়ান্ত বিজয় লাভ করে। এদিন বাঙালি পায় একটি স্বাধীন ভূখণ্ড এবং স্বাধীন পতাকা। এবার এ বিজয়ের ৫২ বছর পূর্তি উদযাপন করছে বাঙালি।

এ দেশের সর্বস্তরের মানুষ একাত্তরের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর প্রস্তুতি নিতে থাকে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করার। ২৫ মার্চের কালো রাতে হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালায়। তাদের এ নির্মম হত্যাযজ্ঞ ও পৈশাচিক কর্মকাণ্ড দেখে বিশ্ববাসী হতভম্ব হয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বীর বাঙালি পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে ১৬ ডিসেম্বর অর্জন করে মহান বিজয়। বাঙালি পায় স্বাধীন জাতি সত্তার পরিচয়, পায় লাল সবুজের পতাকা। মহান এ বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে থাকে প্রতি বছর।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা সদরে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর শহরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’র সন্নিকটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হবে। এরপর ‘অঙ্গীকার’ বেদীতে সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।

অন্যান্য কর্মসূচি : ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, রোভার স্কাউটস, স্কাউটস, গালর্স গাইড ও কমিউনিটি পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ। কুচকাওয়াজের পর শিশু-কিশোরদের শরীর চর্চা, ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান এবং দেশীয় জনপ্রিয় খেলার প্রতিযোগিতা হবে। সর্বশেষ থাকবে পুরস্কার বিতরণ।

বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও মূক-বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ডের জাহাজ পরিদর্শনে উন্মুক্ত থাকবে। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান হবে। একই সময় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম চাঁদপুর পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ও রশি টানাটানি খেলা হবে।

সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। একই অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার উদ্যোগে শহরের শপথ চত্বর, ইলিশ চত্বর ও পৌর ভবন আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবন ও জেলা প্রশাসকের বাসভবনসহ বিভিন্ন সরকারি বাসভবনে আলোকসজ্জা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের কর্মসূচি : ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ। বিকেল ৩টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বাদ আছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত ও অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা শেষে তবররুক বিতরণ।

জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিকে সফল করার জন্যে দলীয় নেতা-কর্মী, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানান সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিএনপির কর্মসূচি : ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ৮টায় র‌্যালি ও আলোচনা চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে। এর আগে সেখানে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। উক্ত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়