প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
দুদিনের সফরে ফরিদগঞ্জে আসছেন বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও মুখপাত্র, বিশ্ব শান্তির দূত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার ব্যক্তিত্ব ও বরেণ্য আইনজীবী এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান দুদিনের সফরে ১৫ ডিসেম্বর শুক্রবার ফরিদগঞ্জে আসছেন। তার প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিনি সড়কযোগে তার নিজ গ্রাম ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে এসে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করবেন। পরে তিনি নিজ গ্রামের নেতা-কর্মী, আত্মীয়-স্বজনদের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন। দুপুরে মডেল মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি ফরিদগঞ্জ মডেল মানবাধিকার থানার সভাপতি প্রয়াত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মতিনের কবর জিয়ারত করবেন। পরে তিনি দলের জন্যে নিবেদিতপ্রাণ ও বিভিন্ন গুণীজনের কবর জিয়ারত করবেন। এ সময় নেতা-কর্মীদের সাথেও মতবিনিময় করবেন।
পরে বিকেল ৪টায় তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরে ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটি এবং পরবর্তীতে সুশীল সমাজের সাথেও পৃথকভাবে মতবিনিময় করবেন।
পরদিন মহান বিজয় দিবসের দিনে তিনি বিভিন্ন অনুষ্ঠানমালায় যোগদান ছাড়াও বিভিন্ন ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।