প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
২৩ জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচি সফল করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। তারা বলেন, পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। এছাড়া কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৩ জুন বুধবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি উদযাপিত হয়।