বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

২৫ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে শুভ উদ্বোধন ও বিশাল উন্নয়ন সমাবেশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকায় ২০২১ থেকে ২০২৩ এই তিন বছরে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশাল উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর বুধবার বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উন্নয়ন সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই উন্নয়ন সমাবেশ। সমাবেশের সার্বিক সহযোগিতায় রয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

জানা গেছে, এদিন ষাটেরও অধিক বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। যা অর্থের পরিমাণে হবে আড়াইশ’ কোটি টাকারও অধিক। সমাবেশে ২০ লক্ষাধিক লোকের জমায়েত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। দলীয় নেতা-কর্মীর বাইরেও বিভিন্ন পেশার সুধী মহলের বিশাল একটা অংশ সমাবেশে অংশ নেবেন। এই উন্নয়ন সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়