প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। প্রয্ুিক্তনির্ভর জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নারী শিক্ষার প্রতি বিশেষভাবে জোর দিতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহম্মেদ। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন, অভিভাবক সদস্য মোঃ শামচ্ছুজ্জামান মুন্সি, হিতৈষী সদস্য মোহাম্মদ এনায়েত করিম, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, বিলকিস আরা বেগম, প্রদীপ কুমার দাসসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ।