বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

নিষিদ্ধ সময়ে মাছ ধরায় নৌকা, কারেন্ট জাল, মা ইলিশসহ ৩৫ জেলে আটক
মিজানুর রহমান ॥

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ নিধনকালে নাবালক তিন শিশুসহ ৩৫ জেলেকে আটক করা হয়েছে। ১৬ অক্টোবর সোমবার মা ইলিশ নিধনের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় ৭ জেলে নৌকা, প্রায় ২০ লক্ষ মিটার কারেন্ট জাল, ১০৫ কেজি মা ইলিশ জব্দ করে চাঁদপুর নৌথানা পুলিশ। আটককৃত জেলেরা চাঁদপুর সদর, মতলব উত্তর ও শরীয়তপুর জেলার সখিপুর এলাকার বলে জানিয়েছেন চাঁদপুর নৌথানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, ১৬ অক্টোবর রাত ১২টা হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চাঁদপুর সদর নৌথানা পুলিশ ফোর্স রাজরাজেশ্বরের লক্ষ্মীরচর, মিনি কক্সবাজারসহ পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন।

এ সময় ৭টি জেলে নৌকাসহ মোট ৩৫ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৭টি নিয়মিত মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হবে এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ ও কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাতীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়