প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
স্টাফ রিপোর্টার ॥
গতকাল বিকেলে চাঁদপুর শহরস্থ বড় স্টেশন রেলওয়ে সুইপার কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। নতুন বাজার পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান চলাকালে কোর্ট স্টেশন এলাকা থেকে বড় স্টেশন যাওয়ার পথে রেলওয়ে লোকো কলোনী এলাকায় বসবাসকারী চিহ্নিত মাদক কারবারী আব্দুর রহিম গাজীকে তার লাল রংয়ের মোটরসাইকেলটি থামাতে সিগনাল দেয় পুলিশ। এতে রহিম মোটরসাইকেল রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।