বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
কামরুজ্জামান টুটুল ॥

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাজীগঞ্জে সনাতন ও মুসলিম ধর্মাবলম্বীদের তিন শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও সাধারণ সম্পাদক কার্তিক সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটাঃ রুহি দাস বণিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না প্রমুখ।

পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক শ্যামল সাহার সার্বিক ব্যবস্থাপনায় এবং পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন মন্ত্রেশ্বর বিশ্বম্ভর দাস মিঠুন। বক্তব্য শেষে উপস্থিত তিন শতাধিক নারী ও পুরুষের হাতে বস্ত্র ও খাবার প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় পৌর কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী ও আলাউদ্দিন মুন্সী, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র সাহা, উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রাণকৃষ্ণ সাহা মনাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়