প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলার অক্টোবর মাসের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রোববার সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্তঃ সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।