প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর পৌরসভা।
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম ও গণমাধ্যম কর্মী এম. আর. ইসলাম বাবুর উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যসহ গণমাধ্যম কর্মীরা।
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু (অনূর্ধ্ব-১৭ বালক) ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় চাঁদপুর পৌরসভা ও হাজীগঞ্জ উপজেলা। ফাইনালে হাজীগঞ্জকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর পৌরসভা। অপরদিকে দিনের প্রথম খেলায় ফাইনালে অংশগ্রহণ করে বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭ বালিকা) ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর পৌরসভা ও মতলব দক্ষিণ উপজেলা। খেলায় মতলব দক্ষিণকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চাঁদপুর পৌরসভা। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনান্য অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন।