রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

দুর্যোগ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়েছে। এর থেকে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। একই সাথে তারা তাদের জীবন রক্ষা করতে সক্ষম হবে। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় দমকল বাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। দুর্যোগ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।

জেলা প্রশাসনের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (চঃদাঃ) সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অঃ দাঃ) নিগার সুলতানাসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

আলোচনা পূর্বে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয় এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়