রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর আধুনিক লঞ্চঘাট নির্মাণ স্থান পরিদর্শনে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর আধুনিক লঞ্চঘাট নির্মাণ স্থান পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে লঞ্চঘাটের বিভিন্ন স্থান ম্যাপ দেখে প্রতিনিধি দল পরিদর্শন করেন। এ সময় বিশ্ব ব্যাংকের প্রকল্প পরিচালক আইয়ুব হোসেন, ডেপুটি প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী দিদার হোসেন, বিআইডব্লিটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন, বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী আনিসুর রহমান, বিদেশী কনসাল্টটেন্ট সুদীপ্ত চক্রবর্তী, রাকিবুল ইসলাম, মাজহারুল ইসলাম, রাসেল হোসেন, মাঈনুল হক, ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনট্রাকশনের কামাল হোসেন ও ইঞ্জিনিয়ার রাজীব উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক আইয়ুব হোসেন জানান, চাঁদপুর আধুনিক লঞ্চঘাট মূল ভবন নির্মাণ করতে যা যা দরকার তার অংশ হিসেবে জেটি, বিকল্প রাস্তা, পার্কিং ইয়ার্ডের ব্যবস্থাসহ নির্মাণের কাজ চলমান রয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে সেটি শেষ হবে। এরপর যাত্রীদের আসা-যাওয়ার জন্য যা যা করা দরকার তা করা হবে। এছাড়া পাইলিংয়ের কাজ শুরু করতে কমপক্ষে আরও ১০ দিনের মতো লাগবে।

তিনি বলেন, এ মাসের শেষের দিকে বিল্ডিং কন্সট্রাকশনের লে আউট, পাইলিংয়ের কাজ শেষ করবো। আর রাস্তার কাজের জন্যে খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। রাস্তার জন্যে আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনা ভাঙ্গা হবে। এদেরকে অতি শীঘ্রই ক্ষতিপূরণ দেয়া হবে। আর রাস্তা হবে দুপাশ মিলে ১৫ মিটার, আর লম্বা হবে ৪০ মিটার। মূল ভবনের কাজের পরই এ কাজ করা হবে। নৌ থানাটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্যে নৌ পুলিশ সুপার আমার কাছে দুই মাস সময় চেয়েছেন। অলরেডি দু মাস পার হয়ে গেছে। আমি পুলিশ সুপারের সাথে আজকে আবার কথা বলবো। এর আগে নৌ পুলিশ সুপার জানিয়েছেন, থানার জন্যে একটি ভাড়া বাসা পেলে তা অন্যত্র সরিয়ে নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়