রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

তাঁর এই অবস্থানটি অসাধারণ অতুলনীয়
ফারুক হোসেন

আজ খ্যাতিমান ছড়াকার পীযূষ কান্তি বড়ুয়া পা রাখলেন ৫০-এ। একজন মানুষের জীবনে এটি অনেক বড় মাইলফলক। একটি পরিপূর্ণতা এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে কর্মে ও সৃষ্টিশীলতায়। আমাদের শিশুসাহিত্যে পীযূষ একজন জনপ্রিয় লেখক। তাঁরও বেশি জনপ্রিয় তিনি চাঁদপুরের সাহিত্যে, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে। যারা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁরা বুঝবেন, এই মানুষটি সাহিত্য, চাঁদপুর আর চাঁদপুরের ইলিশ নিয়ে সারাক্ষণ ছন্দে দুলতে থাকেন। তাঁর এই অবস্থানটি অসাধারণ অতুলনীয়।

পীযূষ আমার একজন প্রিয় মানুষ। প্রিয় লেখক। প্রিয় সতীর্থ। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, যে দেশে ইলিশ এবং এমন স্বাদের আম আছে, সে দেশে আমার জন্মের গুরুত্ব পরিপূর্ণ হয়েছে। পীযূষ আমার কাছে ইলিশের মতোই জনপ্রিয়। তিনি চাঁদপুরকে সাহিত্য ও সংস্কৃতিতে প্রাণবন্ত রেখেছেন। প্রাণবন্ত রেখেছেন ইলিশের গৌরবগাথাকে। প্রাণবন্ত রেখেছেন নিজেকে সবসময়--সব আয়োজনে--সব মঞ্চে।

তাঁর এই গুরুত্বপূর্ণ দিনে কলম ধরার একটি দায় ছিলো আমার। কখন মিস করেছি, বুঝতে পারিনি, কর্মব্যস্ততার জন্য। তবে পীযূষ, আপনার জন্য এই অন্তরে জমিয়ে রেখেছি অনেক শব্দ, বাক্য, ছন্দ, অন্তমিল ও ভাব। ভালো থাকুন। বাঁচুন অনেক অনেক দিন। লিখুন দু হাত খুলে। চাঁদপুরকে প্রাণবন্ত রাখুন। নিজে আরও বেশি প্রাণবন্ত থাকুন।

বিঃ দ্রঃ গত ১০ অক্টোবর ২০২৩ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার ৫০তম জন্মবার্ষিকীতে দেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক, সরকারের অবসরপ্রাপ্ত সচিব, চাঁদপুরের কৃতী সন্তান ফারুক হোসেন তাঁর ফেসবুক পেজে উপরোল্লিখিত অভিব্যক্তিটি প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়