প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছি। আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন নিবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে সেজন্যে যত্ন করতে হবে। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে অথবা ঔষধ দেবে, আপনারা নানাভাবে উপকৃত হবেন। বৈশ্বিক উষ্ণতা নিরসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছি আমরা। গতকাল শুক্রবার দুপুরে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিখিল বলেন, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ভবিষ্যতে স্বচ্ছতা ধরে রাখতে সক্ষম হবেন এমন কাউকেই যুবলীগের দায়িত্ব দেয়া হবে। চাঁদাবাজি, দুর্নীতি কিংবা সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বাদ দিয়ে সৎ ও যোগ্যদের নিয়ে যুবলীগের কমিটি করা হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কেউ যুবলীগের কমিটিতে স্থান পাবে না। দুর্নীতির সঙ্গে যুক্তদের যুবসমাজ চায় না। আমরা চাই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এমন ব্যক্তিদের হাতে নেতৃত্ব আসুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিঃ কামরুজ্জামান খান।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান’-এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাালাউদ্দিন বাবর, আবু পাটোয়ারী, মাহফুজুর রহমান টুটুল, ঝান্টু দাস, সদস্য সাখাওয়াত হোসেন গাজী, মতলব উত্তর যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সাধারণ সম্পাদক কাজী মোঃ শরীফ, ইউপি চেয়ারম্যান দেওয়ান মোঃ আবুল খায়ের, প্রচার সম্পাদক রেফায়েত উল্ল্যাহ দর্জি, সদস্য কাজী হাবিবুর রহমান, নুরুজ্জামান রিপন, পৌর যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, যুবলীগ নেতা মিরাজ খালিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৪৩টি স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ দলীয় নেতা-কর্মীদের মাঝে ১২শ’ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।