প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
ছবিটি চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় নির্মাণাধীন একটি মসজিদে জুমার নামাজের খুতবা পড়াকালীন সময়ের ছবি। গত ২৩ জুন চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ঘোষণানুযায়ী মসজিদটিতে দেখা যায়নি সামাজিক দূরত্ব। প্রায় সবাইকে দেখা যায় মাস্কবিহীন। এ ব্যাপারে মসজিদ কমিটির সাথে আলাপকালে তারা জানান, মসজিদের ইমাম ও কমিটির সবাই বারবার বলা সত্ত্বেও এলাকাবাসী বিষয়টি নিয়ে অবহেলা করছে। জেলার প্রায় সব মসজিদে এরূপ চিত্র দেখা যায়। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।