প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, জলবায়ুর পরিবর্তন রোধে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কারণ গাছই আমাদের পরম বন্ধু। সারাবিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে এখন শরৎকালে বর্ষার বৃষ্টি হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বেশি বেশি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো। আমাদের বাড়ির আঙ্গিনা যেন ফল ও ফুলে ভরপুর থাকে। নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন। আজকে এই ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ সেই কাজেরই একটি অংশ। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা সকলে উন্নয়নের কথা এবং নৌকায় ভোটদানের জন্য জনগণের দ্বারে দ্বারে যান।
৭ অক্টোবর শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে এমপির বরাদ্দকৃত ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মুজমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকালে উপজেলার বিভিন্ন স্থানে সড়ক উদ্বোধন, রূপসা বাজারে গণসংযোগ করেছেন।