প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃউপজেলা প্রমীলা ফুটবল ও ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো চাঁদপুর সদর উপজেলা দল।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আন্তঃউপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালে মুখোমুখি হয় শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা প্রমিলা ফুটবল দল। খেলায় শাহরাস্তির সাথে ৮-০ গোলে চাঁদপুর সদরের দলটি জয়লাভ করে।
অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী হাজীগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। খেলায় হাজীগঞ্জের সাথে ১-০ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের ফাইনালে উঠে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দলটি।
জেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা যায়, আগামী ক’দিনের মধ্যে ফাইনালের তারিখ নির্ধারণ করা হবে এবং ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।