প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার বৃহত্তম ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে অবস্থিত ১১নং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের সড়কের বেহাল দশা। রহিমানগর উত্তর বাজার সংলগ্ন নাউলা সড়কের পশ্চিম কর্নারে এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে দিয়ে পশ্চিম বাজার জামে মসজিদ মোড় পর্যন্ত প্রায় ৫/৬শ’ গজ রাস্তা বহু বছর পূর্বে পাকাকরণ করা হলেও বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। একটু বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে কাদায় একাকার হয়ে গেলে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষ পায়ে হেটে চলাও দুর্বিষহ হয়ে পড়ে। বিশেষ করে পরিবার কল্যাণ কেন্দ্রের রোগী আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়।
অতি জরুরি এ সড়কটুকু মেরামত করার জন্যে কেন্দ্রের কর্তৃপক্ষসহ ভুক্তভোগী জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।