প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজা আয়োজকদের উপস্থিতিতে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকদের উপস্থিতি একান্ত প্রয়োজন। আপনারা পূজার নিরাপত্তা রক্ষায় নিজস্ব পরিচয়বাহী স্বেচ্ছাসেবকদের তৎপর রাখবেন, যাতে আমাদের টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনসহ প্রশাসনের লোক গিয়ে তাদের দেখতে পান। পূজার শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ যে সিদ্ধান্ত বা দিকনির্দেশনা প্রদান করেছে তা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকবো।
তিনি বলেন, ছোটবেলা থেকেই শারদীয় দুর্গোৎসবের সাথে আমাদের একটা হৃদ্যতা রয়েছে। আমার বাড়ির পাশেই পূজা হতো, আমরা সেখানে যেতাম এবং তা উপভোগ করতাম। তাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে তা আমরা সকলেই কামনা করি।
পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্যে সকলকে তৎপর থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সকলে তৎপর থাকলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্ষম হবো। তিনি মোবাইল ফোনে আসা ম্যাসেজ সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো প্রকার গুজবে কান দিবেন না। কারো মোবাইলে কোনো অপ্রীতিকর ম্যাসেজ আসলে কেউ তা শেয়ার করবেন না বা প্রচার মাধ্যমে ছড়িয়ে দিবেন না। বিষয়টি প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসন করণীয় সম্পর্কে ব্যবস্থাগ্রহণ করবেন। তিনি পূজামণ্ডপের প্রবেশ ও বহির্গমন পথ প্রশস্ত রাখাসহ বিসর্জন পর্ব যাতে কোনোরূপ বিলম্ব না হয় সে বিষয়ে পূজারিদের দৃষ্টি আকর্ষণ করেন এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভার শুরুতে বিগত বছরের প্রতিবেদন তুলে ধরেন এবং সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
প্রস্তুতি সভায় সার্বিক পরিস্থিতির আলোকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। কোনোরূপ গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগতদিনের ন্যায় পূজার নিরাপত্তা প্রদানে পুলিশ বিভাগ প্রয়োজনীয় সকল ব্যবস্থাগ্রহণ করবে। পূজার নিরাপত্তা প্রদানে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। সেই আলোকে আমরা কাজ করতে তৎপর রয়েছি। একই সময় সারাদেশে দুর্গোৎসব পালিত হবে, সেই লক্ষ্যে পুলিশ সব স্থানেই দায়িত্ব পালন করবে। ঘটনা এক জায়গায় সংঘটিত হলেও তা অনেক স্থানেই ছড়িয়ে পড়ে। তাই কোন্ জায়গায় ঘটনা ঘটছে, তা লক্ষ্য না রেখে সকলেই সচেতন থাকবেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট থাকবেন।
তিনি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখার অনুরোধ জানিয়ে বলেন, সরকার আপনাদের নিরাপত্তা প্রদানে যথেষ্ট সোচ্চার রয়েছে। আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। দুষ্কৃতকারীরা হলো সংখ্যালঘু, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। শান্তিপূর্ণ পূজা উদযাপনে তিনি সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সম্প্রীতি কমিটি গঠনসহ কয়েকটি দিকনির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, এনএসআই-এর উপ-পরিচালক আরমান হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী (পিপি) ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, হাইমচর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, হাজীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, কচুয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর দাস, কচুয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ ফণীভূষণ তাফু, মতলব দক্ষিণ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ চন্দ্র ভৌমিক, শাহরাস্তি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমল চক্রবর্তী, মতলব উত্তর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার নিগার সুলতানা, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঞা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কার্তিক সরকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার সরকার, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, কচুয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ প্রাণধন দেব, হাইমচর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার, সাধারণ সম্পাদক রাজীব মাঝি প্রমুখ।
উল্লেখ্য, গত বছর জেলায় ২১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এ বছর তা বেড়ে হয়েছে ২২৪টি। ইতিমধ্যে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীগণ। তবে প্রতিমা তৈরি থেকে বিসর্জন বা পূজা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই যেনো তা অরক্ষিত না থাকে তার জন্যে বিশেষ সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেছেন প্রশাসনের কর্তাব্যক্তিসহ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব।