প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর জেলায় করোনা আক্রান্ত রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় সাত ভাগ বেড়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। গত বছর থেকে বর্তমান সময় পর্যন্ত পনর মাসে চাঁদপুরে এখন করোনার সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত ১৮ জুন চাঁদপুরে শনাক্তের হার ছিল ৩২.৩০ ভাগ। এরপর কিছুটা কমলেও ২০ ভাগের উপরে ছিল। কিন্তু গতকাল একলাফে ২৫.৫৩ থেকে ৩১.৮৬ শতাংশে গিয়ে পৌঁছে। বৃহস্পতিবার ছিল ২৫.৫৩ শতাংশ।
গতকাল শুক্রবার চাঁদপুর জেলায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়। ৯১ জনের নমুনা পরীক্ষা করে এই ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১৭, মতলব দক্ষিণে ৫, হাজীগঞ্জে ৪, ফরিদগঞ্জে ১, শাহরাস্তিতে ১ ও লক্ষ্মীপুর জেলার ১ জন। নতুন আক্রান্ত এই ২৯ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪৭৩৮ জন, মারা গেছেন ১২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৭২ জন।
এদিকে আক্রান্ত হওয়া ৫২৩৫ জনের মধ্যে চাঁদপুর সদরেই ২৪৪২ জন। আর মারা যাওয়া ১২৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪৮ জন।