বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বলাৎকার ॥ শিক্ষক আটক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে একটি হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মোঃ আবু সুফিয়ান (২৫)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি গুপ্টি পূর্ব ইউনিয়নের গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার। এ ব্যাপারে ঘটনার শিকার এক শিক্ষার্থীর পিতা থানায় মামলা দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গুয়াটোবা ছাহেরা আলী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আবু সুফিয়ান গত ক’দিন ধরে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী (১০)কে বলৎকার করে আসছিলো। এদের মধ্যে একজন ৩ অক্টোবর মঙ্গলবার বাড়িতে যায় এবং সে মাদ্রাসায় ফিরতে অনীহা প্রকাশ করে। পরে অভিভাবকদের কাছে এক পর্যায়ে সে বলাৎকারের ঘটনা প্রকাশ করে। এমতাবস্থায় বিক্ষুব্ধ লোকজন ৩ অক্টোবর মঙ্গলবার রাতে ওই শিক্ষককে তার শয়ন কক্ষে আটক রেখে পুলিশে সংবাদ দেয়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এক শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আবু সুফিয়ান ঘটনার কথা অস্বীকার করে বলেন, একই মাদ্রাসার অপর শিক্ষকের সাথে বিরোধের জের ধরে তাকে ফাঁসানো হয়েছে। তার বাড়ি শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নে আলীপুর গ্রামে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর ৪ অক্টোবর বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়