বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রমীলা ফুটবলে ১ম সেমি-ফাইনালে ফরিদগঞ্জ বনাম মতলব দক্ষিণ ॥ জেলা প্রশাসক কাপ ফুটবলে লড়বে ফরিদগঞ্জ ও মতলব উত্তর
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃউপজেলা প্রমীলা ও ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে ৩ অক্টোবর মঙ্গলবার।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪ অক্টোবর বুধবার দুটি টুর্নামেন্টেরই ১ম সেমি-ফাইনালের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

দুপুর আড়াইটায় আন্তঃউপজেলা প্রমীলা ফুটবলের সেমি-ফাইনালে খেলবে শক্তিশালী ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনালে লড়বে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

জেলা প্রশাসক কাপ ফুটবলে প্রথম রাউন্ডে কচুয়া উপজেলাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে ফরিদগঞ্জ উপজেলা। আন্তঃউপজেলা প্রমীলা ফুটবলেও কচুয়া উপজেলাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে শক্তিশালী ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দল।

অপরদিকে জেলা প্রশাসক কাপ ফুটবলের প্রথম রাউন্ডে মতলব দক্ষিণকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে মতলব উত্তর উপজেলা। আন্তঃউপজেলা প্রমীলা ফুটবলের খেলায় মঙ্গলবার মতলব উত্তরকে ৫-০ গোলে হারিয়ে ১ম সেমি-ফাইনাল খেলার যোগত্যা অর্জন করে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা দল।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রমীলা ও জেলা প্রশাসক কাপ ফুটবলে সেমিফাইনাল খেলা দেখার জন্যে ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়