বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় ব্রীজের ডাইভারশন রোড যেন মরণ ফাঁদ
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া-নাহারা সড়কে ইউনিয়ন পরিষদের উত্তর পাশে নির্মিতব্য ব্রীজের ডাইভারশন রোডটি তৈরির পর থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চাঁদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান শ্যামস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিঃ প্রায় ১০ মাস পূর্বে ২ কোটি ৭৩ লাখ ৮শ’ টাকা ব্যয়ে ব্রীজের নির্মাণ কাজ শুরু করে। ব্রীজের কাজ করতে গিয়ে পাশে দায়সারা গোছের একটি ডাইভারশন রোড তৈরি করে। ডাইভারশন রোডটি মূল সড়ক থেকে বাঁকা, অনেক নিচু ও সরু করে ইট দিয়ে তৈরি করা হয়। ফল প্রতিনিয়ত যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। ডাইভারশন রোডটি বেশি ঢালু হওয়ায় যানবাহন টেনে উপরে তুলতে হয়। স্থানীয়রা জানান, এই স্থানে দুর্ঘটনায় পড়ে বেশ কিছু লোক আহত হয়েছে। একটুখানি বৃষ্টি হলে ডাইভারশন রোডটি যেন একটি মরণ ফাঁদে রূপ নেয়। তাছাড়া ঠিকাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে নিম্নমানের মালামাল ব্যবহার করে ব্রীজের কাজ করছে বলে অভিযাগ রয়েছে।

কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসাইন জানান, ডাইভারশন রোডটি যান ও জনচলাচলের অনুপযোগী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বার বার বলার পরও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা প্রকৌশলী আঃ আলিম লিটনকে অবহিত করলেও বিষয়টির ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়