প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম বলেছেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। দেশের মানুষ একটি ঘোষণা শুনতে চায়। সেটির অপেক্ষায় রয়েছেন সবাই। যা আমাদের মহাসচিব মির্জা ফখারুল ইসলাম আলমগীর সাহেব দিবেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব কর্মসূচি দেয়া হবে তা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়ে রোড মার্চ বাস্তবায়ন করতে হবে।
গতকাল ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি আয়োজিত আগামী ৫ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই ও চট্টগ্রাম রোড মার্চ সফল করার লক্ষ্যে মতলব এনএম টাওয়ারে শশি কমিউনিটি সেন্টারে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক টিমের সদস্য চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ। আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন খান, মতলব পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান সাগর, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, পৌর যুবদলের সভাপতি মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির উদ্দিন মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির।