বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

তরুণ নেতৃত্বই পারবে ফরিদগঞ্জ আসনটি ধরে রাখতে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর বলেছেন, তরুণ নেতৃত্বই পারবে ফরিদগঞ্জ আসনটিকে ধরে রাখতে। কারণ তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার এখনই প্রকৃত সময়। জনগণকে এবং দলকে সময় দেয়ার জন্যও একজন তরুণেরই প্রয়োজন। কারণ একজন তরুণ যা পারবে একজন বয়োজ্যেষ্ঠ তা কখনো পারবে না। একজন তরুণ নেতৃত্বের ভূমিকায় আসলে সে যে কোনো পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না। তবে এজন্যে আমি দলের জন্যে নিবেদিতপ্রাণ বয়োজ্যেষ্ঠদের অসম্মান করছি না। তারা এতোদিন দলের হাল ধরে রেখেছেন বলেই আমরা রাজপথ দাপিয়ে বেড়াচ্ছি।

তিনি গতকাল ২ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারে গণসংযোগকালে নেতা-কর্মীদের উদ্দেশ্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নগুলো ধরে রাখতে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। ফরিদগঞ্জে আওয়ামী লীগের ঐক্য জোরদার হলে এই আসনটি আবারো শেখ হাসিনাকে উপহার দিতে পারবো বলে আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লাহ তপদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন, আবুল কাশেম আজাদ, আব্দুল মোতালেব পাটওয়ারী, শাহাদাত মুন্সি, ইউপি সদস্য মাইনুদ্দিন, স্থানীয় কমিউনিটি পুলিশিং সভাপতি আতিক খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ দেওয়ান, কৃষকলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিজি, বালিথুবা পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তপাদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফুর রহমান মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়