প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর-এর আয়োজনে বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়। গতকাল ২ অক্টোবর সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এর আগে শিশুদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি শিশুদের গল্প শুনিয়ে আনন্দ দেন।
শিশু দিবসের এ অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিলো শিশুদের বক্তব্য। উপস্থিত সকলে তাদের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেন। উপস্থিত সকলে করতালি দিয়ে শিশু বক্তাদের অভিনন্দন জানান।
জেলা প্রশাসক বলেন, একজন শিশু বক্তার বক্তব্য শুনে খুবই ভালো লেগেছে। তাদের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। আজকে আমরা যে চেয়ারে বসে আছি, আগামীতে এসব শিশুরাই এই চেয়ারে বসবে।
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, পিতা-মাতাসহ গুরুজনদের কথা শুনতে হবে। ভালো মানুষ হতে হলে পড়াশোনা করতে হবে। ভালো মানুষ হলে সবার কাছে প্রিয় বা পছন্দের হতে পারবে। ভালো মানুষ হতে হলে জ্ঞানের ব্যপ্তি ঘটাতে হবে। আর জ্ঞানের প্রসার ঘটাতে হলে পড়াশোনা করতে হবে। ভালো মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে। স্মার্ট বাংলাদেশ পরিচালনা করতে নিজেদের সেইভাবে গড়ে তুলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া।
ওয়াইডব্লিউসিএ অব চাঁদপুরের কমিউনিটি অর্গানাইজার এলিজাবেথ বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ। অনুষ্ঠানের শিশুদের কোরাস গান পরিবেশনা সকলকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখে সাফি, আজরিন খান নাবিহা, তাসফিয়া আক্তার ও সালেহা মেহজাবিন ছোঁয়া।